আসসালামু আলাইকুম বন্ধুরা,
আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার WordPress ওয়েবসাইটে ইউজারদের Username, Password পরিবর্তন করতে পারবেন এবং প্রয়োজন হলে ইউজার একদম ডিলিট করে দিতে পারবেন।
চলুন তাহলে শুরু করা যাক!”
🔹 Part 1: ইউজার পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন করার নিয়ম
-
প্রথমে আপনার ওয়েবসাইটের wp-admin প্যানেলে লগইন করুন।
-
বাম পাশে থাকা মেনু থেকে Users > All Users এ ক্লিক করুন।
-
এখানে আপনি আপনার ওয়েবসাইটে যত ইউজার আছে তাদের লিস্ট দেখতে পাবেন।
-
আপনি যেই ইউজারটির তথ্য পরিবর্তন করতে চান, তার নামের নিচে Edit অপশন পাবেন — সেখানে ক্লিক করুন।
-
এবার আপনি সেই ইউজারের প্রোফাইল পেজে চলে যাবেন। এখানে আপনি ইউজারনেম ছাড়া সব কিছু পরিবর্তন করতে পারবেন — যেমন নাম, ইমেইল, রোল (Role), এবং অবশ্যই পাসওয়ার্ড।
🔸 Password পরিবর্তন করতে চাইলে:
-
নিচের দিকে স্ক্রল করলে “Account Management” নামে একটি সেকশন পাবেন।
-
সেখানে “Set New Password” বা “Generate Password” অপশন পাবেন।
-
সেখানে নতুন পাসওয়ার্ড টাইপ করে Update User বাটনে ক্লিক করুন।
🎯 ব্যাস! পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল।
আমাদের সকল সার্ভিস দেখতে ক্লিক করুন
🔹 Part 2: ইউজার ডিলিট করার নিয়ম
-
আবার Users > All Users এ যান।
-
আপনি যেই ইউজারটিকে ডিলিট করতে চান, তার উপর মাউস নিলে “Delete” নামে একটি অপশন দেখাবে — সেখানে ক্লিক করুন।
-
এরপর একটি কনফার্মেশন পেজ আসবে — এখানে আপনি যদি চান ওই ইউজারের কনটেন্ট (যেমন পোস্ট, পেজ) অন্য ইউজারের কাছে ট্রান্সফার করতে, তাহলে সেটাও করতে পারবেন।
-
সব ঠিক থাকলে “Confirm Deletion” বাটনে ক্লিক করলেই ইউজারটি চিরতরে মুছে যাবে।
🔹 Outro:
“এই ছিলো আজকের সহজ একটি টিউটোরিয়াল — কিভাবে WordPress ওয়েবসাইটে ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়, এবং কিভাবে ইউজার ডিলিট করতে হয়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে!”
50% Offer domain hosting
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.